সভাপতির বাণী

সর্বপ্রথম মহান আল্লহর শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাশাপাশি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ (সঃ) এর কদম মুবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, যিনি আমাদের শাফায়াতের মালিক। বর্তমান বিশ্বে দ্বীনি শিক্ষা অর্জন আলাদা কোন অর্জন না, ইহা এমন এক শিক্ষা যাতে ইহকালীন এবং পরকালীন মঙ্গল উভয়ই বিদ্যমান। এরই আলোকে ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি এলাকায় দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা বিস্তারের কাজে সমানতালে অবদান রেখে যাচ্ছে, এতে করে ছাত্র-ছাত্রীরা উভয়দিকে লাভবান হচ্ছে। দ্বীনি শিক্ষা বিস্তারে অংশিদার হতে পারায় নিজেকে ধন্য মনে করি, এরকম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্টালগ্ন থেকে আজ পর্যন্ত উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ইবতেদায়ী সমাপনী, জেডিসি এবং দাখিল পাবলিক পরীক্ষায় প্রতি বছর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে কাম্য ফলাফল অর্জন করছে। মেধাবৃত্তি ও অন্যান্য বৃত্তিসহ সর্বক্ষেত্রে এপ্রতিষ্ঠানের আলাদা একটি সুনাম রয়েছে, এ ক্রমবর্ধমান উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষে আমি চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্মিত প্রচেষ্টা অব্যাহত রাখতে। পরিশেষে দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং মাদ্রাসাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।

                                                                                                                                                       মোঃ ওয়ারিছ আলী

                                                                                                                                                          সভাপতি