অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সর্ব প্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ইসলামী শিক্ষার সেবা করার সুযোগ করে দিয়াছেন। ঐতিহ্যবাহী ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৭৬ইং সনে অত্র এলাকার জ্ঞান পিপাসু সর্বস্থরের মুরব্বিয়ানদের সহায়তায় নির্মিত হয়ে ১৯৮৭ইং সনে পাঠদান অনুমতি, ১৯৯০ইং সনে ১ম স্বীকৃতি এবং ১৯৯৪ইং সনে এমপিও ভুক্ত হয়ে অদ্যবধী অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদ্ধারা সুনামের সহিত এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার করিয়া আসছে। “শিক্ষাই জাতির মেরুদন্ড“ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের শিক্ষকদের আন্তরিক ভাবে পাঠদান, শিক্ষার্থীদের সতঃস্ফুর্ত  উপস্থিতি, এবং এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক, সমাজিক, ধর্মীয় তথা বিভিন্ন পেশাজিবী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠেছে। বর্তমান বিশ্বায়নে প্রযুক্তিগত ভাবে প্রবল প্রতিযোগীতা চলছে এই প্রযুক্তি প্রতিযোগীতার ছোয়া আমাদের বাংলাদেশেও লেগেছে, বর্তমান সরকারের ভিশন-২০২১ ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে কারণ ওরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই ওদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হবে।
পরিশেষে সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন সফলভাবে আমাদেরকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন এবং প্রতিটি মুসলমানের অন্তরকে ইসলামের আলোয় আলোকিত করেন।  ‘আমিন‘

                                                                                                                                                                       মোঃ ইসমাইল আলী
সুপারিনটেনডেন্ট
ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
দক্ষিণ সুরমা, সিলেট।

                                                                                                                                                                                    মোবাইল ০১৭১১-১৪১৯২২

০১৩০১-১৩০৪৪৩