বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঐতিহাসিক বিদ্যাপিট ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,ডাক-বেতসান্দি, দক্ষিণ সুরমা, সিলেট। ১৯৭৬ইং সনে প্রতিষ্টালাভ করে ১৯৮৭ইং সনে পাঠদান অনুমোদন, ১৯৯০ইং সনে ১ম স্বীকৃতি এবং ০১/০১/১৯৯৪ইং সনে এমপিও ভুক্ত হয়ে অদ্যাবধী সুনামের সহিত এলাকায় দ্বীনি শিক্ষার পাশা-পাশী সাধারণ শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের একমাত্র এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে সরকারী ভাবে কোন ভবন প্রাপ্ত না হলেও নিজস্ব তহবিল এবং এলাকার দানশীল ব্যক্তিবর্গের সাহায্যে প্রায় ৯০(নব্বই) ফুট লম্বা দ্বিতল বিশিষ্ট নতুন এবং পুরাতন দুটি ভবন রয়েছে। ১৯৭৬ সাল থেকে বর্তমান পর্যন্ত সুপারিনটেনডেন্ট গনের নামের তালিকা এবং তাদের কার্য্যকাল র্বণনা করা হল।
০১ মাও. মোঃ নুরুল ইসলাম ০১/০১/১৯৭৬ইং হইতে ৩০/০৯/১৯৮১ইং পর্যন্ত
০২ মাও.মোঃ আব্দুল হক ০১/১০/১৯৮১ইং হইতে ৩০/০৯/১৯৮৩ইং পর্যন্ত
০৩ মাও. খলিলুর রহমান ০১/১০/১৯৮৩ইং হইতে ৩১/১০/১৯৮৭ইং পর্যন্ত
০৪ মাও. মোঃ বদিউজ্জামান ০১/১১/১৯৮৭ইং হইতে ৩০/০৬/১৯৮৯ইং পর্যন্ত
০৫ মাও. মোঃ আব্দুল ওয়াহিদ ০১/০৭/১৯৮৯ইং হইতে ৩০/০৬/১৯৯২ইং পর্যন্ত
০৬ মাও. মোঃ আলতাফুর রহমান ০১/০৭/১৯৯২ইং হইতে ৩০/০৮/১৯৯৩ইং পর্যন্ত
০৭ মাও. মোঃ আব্দুল ওয়াহিদ ০১/০৯/১৯৯৩ইং হইতে ১৫/০২/১৯৯৯ইং পর্যন্ত
০৮ মাও. মোঃ ইসমাইল আলী ১৬/০২/১৯৯৯ইং হইতে ………………………
সভাপতি গনের নামের তালিকা এবং তাদের কার্য্যকাল
০১ উপজেলা নির্বাহী অফিসার ০১/০১/১৯৮৮ইং হইতে ১৯/০৭/২০১০ইং পর্যন্ত
০২ হাজী.মোঃ ফারুক আহমদ ২০/০৭/২০১০ইং হইতে ২২/০৯/২০১৪ইং পর্যন্ত
০৩ মোঃ ওয়ারিছ আলী ২৫/০৯/২০১৪ইং হইতে ………………………
বর্তমানে মাদ্রাসাটিতে সুপারিনটেনডেন্ট সহ এমপিও ভুক্ত ১০জন এবং নন এমপিও ০২ জন শিক্ষক, ৩য় শ্রেণি কর্মচারী ০১ জন, ৪র্থ শ্রেণি কর্মচারী ০৪ জন কর্মরত এবং প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। প্রতি বছর পাবলিক পরীক্ষা ফলাফল সন্তোষজনক।